দুস্থ পরিবারের কচিকাঁচাদের সঙ্গে পূজোর আনন্দ ভাগ করে নিতে হাজির স্বপ্নের মোহনতরী


রবিবার,০৭/১০/২০১৮
396

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। আর এই উৎসবকে ঘিরে এখন চার পাশে সাজো সাজো রব। ইতিমধ্যেই বিভিন্ন কাপড়ের দোকানে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। কিন্তু এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিছু মানুষের পরিবারের কচিকাঁচাদের মন ভার হয়ে থাকে। কারণ আর চারটা কচিকাচারা পুজোর দিন গুলিতে নতুন কাপড় পরে পুজো মণ্ডপে ভিড় জমায়। সেখানে দুস্থ পরিবারের কচিকাঁচাদের কপালে জোটে না নতুন কাপড়। সেই সব কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে আগমনী পথ চলার মন্ত্র হোক মানবতা” এই ভাবনা কে তুলে ধরে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন স্বপ্নের মোহনতরী।

শারদোৎসবে কচিকাঁচা দের মুখে হাসি ফোটানোর জন্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের ৭নং অঞ্চলের কেন্দুগাড়ী গ্রামে পূজোর আনন্দ ভাগ করে নিতে হাজির স্বপ্নের মোহনতরী। জামা কাপড়, স্কুল বেগ ও নানানরকম শিক্ষা সামগ্রী বিতরন করল মোহনবাগান ফ্যানস ক্লাব ‘স্বপ্নের মোহনতরী’।এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আই সি সুদীপ ব্যানার্জী ও এস আই শুভঙ্কর রায় সহ স্বপ্নের মোহনতরী ক্লাবের সদস্যরা। নতুন বস্ত্র পেয়ে খুশি দু:স্থ পরিবারের কঁচিকাঁচারা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট