সবং তৃণমূলের গোষ্ঠী দ্বন্দে ভাঙল তৃণমূল কংগ্রেস কার্যালয়


সোমবার,০৮/১০/২০১৮
560

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর সবং ১০নং ভেমুয়া অঞ্চলে তৃনমূল গোষ্ঠী দ্বন্দ্বে ভাঙল তৃণমূল কংগ্রেস কার্যালয়। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ তৃণমূলের। ২০০৯ গ্রাম নগর উন্নয়ন মন্ত্রী শিশির অধিকারী উদ্বোধন করা দলীয় কার্যালয়ে থাবা বসালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।ভেমুয়া অঞ্চল সভাপতি প্রকাশ মাইতির অভিযোগ। গতকাল রাতে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মানস ভূঞা অনুগামী রাজীব শ্রী নেতৃত্বে ভাঙা হয় পার্টি অফিস । এরই প্রতিবাদে সারাদিন ধরে রাস্তা অবরোধে বসেছে অমূল্য মাইতির অনুগামী তৃণমূল কংগ্রেস কর্মীরা। দাবি থানা প্রাশাসন যতক্ষন দোষীদের গ্রেফতার করে। আমাদের প্রতিবাদ চলবে। অপরদিকে মানস অনুগামী ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তরুণ মিশ্র বলে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে মিথ্যা ওরাই করে আমাদের নামে দোষ চাপাচ্ছে। ঘটনায় সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা স্থলে সবং থানার পুলিশ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট