আলাইপুরে সারারাত্রিব্যপী এক বিরাট ১৬ দলীয় নক আউট হা ডু ডু খেলার উদ্বোধন অনুষ্ঠানে ফারুক আহমেদ


সোমবার,০৮/১০/২০১৮
828

বাংলা এক্সপ্রেস ---

আলাইপুর, নদীয়া:সারারাত্রিব্যপী এক বিরাট ১৬ দলীয় নক আউট হা ডু ডু খেলার আয়োজন করা হয়েছিল আলাইপুরে। এই ১৬ দলীয় নক আউট হা ডু ডু খেলার পরিচালনায় আলাইপুর ছাত্র যুব সেবক সংঘ। খেলা শুরু হয় ক্লাব প্রঙ্গণে৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সহ অধিকর্তা তথা উদার আকাশ পত্রিকার সম্পাদক ও সর্বভারতীয় ‘নবচেতনা’র আহ্বায়ক ফারুক আহমেদ৷
এই খেলায় অংশ গ্রহণ করেছিল নদীয়া জেলার ১৬টি টিম রানঘাটের অন্তরগত দৌলো, মদনপুরের মার্ফোডাঙ্গা,পালপাড়ার এক্তারপুর ও কামারপোতা, কল্যাণীর অন্তরগত ঘোড়াগাছা কাটাবেলে মদনডাঙ্গা, বিরহীর বাগানে পাড়া, পায়রাডাঙ্গার দূর্গপুর,চাকদহের খড়ডাঙ্গা ও গওড়া শিমুরালীর তেলিগাছা,কল্যাণীর গয়েশপুর নারায়নপুর, মিদ্দেপাড়া, দরাপপুর। বহু দর্শকমণ্ডলী উপস্থিত ছিলেন।উইনার্স আলাইপুর ছাত্র যুব সেবক সংঘ আর রানার্স হয় একতারপুর।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট