জগদীশপুর দেবকমল সোসাইটির উদ্যোগে সাহিত্য পত্রিকা প্রকাশ


সোমবার,০৮/১০/২০১৮
1093

বাংলা এক্সপ্রেস ---

আক্তারুল খাঁন, হাওড়া: হাওড়া জগদীশপুর দেবকমল সোসাইটির প্রযোজনায় উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরী হলে অনিষ্ঠিত হল বনফুল সাহিত্য পত্রিকার ষষ্ঠ সংখ্যার প্রকাশ ও সাহিত্য আলোচনা আসর।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় সুধীন মৈত্র ।চার কবির কবিতার বই প্রকাশ হল…নেইমন,অসময়ের স্মৃতিস্রোতে, জেনে রাখা ভালো, বরষার ভরসা।ছিল স্লাইড শো মনে রবে নীরবে।সাহিত্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা য় অংশগ্রহণ করেছিলেন..অধ্যাপক সিরাজ মল্লিক,অধ্যাপক উত্তম পুরকাইত,শ্রদ্ধেয় শিক্ষাবিদ কবি প্রাবন্ধিক সুপ্রিয় ধর।সোসাইটির পক্ষথেকে সাহিত্য ও সমাজক্ষেত্রে বিশেষ কৃতিত্ব র জন্য সম্বর্ধিত করা হয়..শ্রদ্ধেয় সুধীন মৈত্র, মহঃ আব্দুল্লা, তপন কুমার সেন,বাসুদেব দাস মহাশয়কে।                                                                                                                                                                   স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় সুধীন মৈত্র তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন সাহিত্য জগৎ ও সাহিত্যিক রা আছেন বলেই এই সমাজজীবন আজও পথ খুঁজতে পারে। উলুবেড়িয়া কলেজের ইতিহাস,ইংরাজী বিভাগের অসংখ্য তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করে…তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের এই অংশগ্রহণ ও উপস্থিতি বিশেষভাবে লক্ষনীয় দৃষ্টান্ত।সাহিত্যের নিবিড় আড্ডায় বনফুল সাহিত্য পত্রিকার ষষ্ঠ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান এক বিরলতম উদাহরণ তৈরী করল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক দেবাশীস দত্ত ও রুবিয়া খাতুন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট