পশ্চিম মেদিনীপুর:- সোমবার মহালয়ার পূর্ণ তিথিতে পশ্চিম মেদিনীপুর শহরের কংসাবতী নদীর তীরে গান্ধী ঘাটে নমামি গঙ্গের পক্ষ থেকে দুঃস্থ বয়স্ক ও বাচ্চাদের কে বস্ত্র বিতরণ করা হয় এবং গঙ্গা কে পরিস্কার ও পরিচ্ছন্নতা কি ভাবে রাখা যায় সেই বিষয়ে আলোচনার মাধ্যমে মানুষ কে সচেতন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতি শমিত কুমার দাশ জেলা সম্পাদক সোমনাথ দে, অরুপ দাস,শঙ্কর দাস,জেলা কোষাধ্যক্ষ শুভাশিষ শুভাশিষ সব পন্ডিত,নমামি গঙ্গের জেলা প্রমুখ মিতা ঘোষ,দুই মন্ডলের সভাপতি অজয় সাউ ও তপন কুমার সামন্ত জেলা মহিলা নেত্রী অন্তরা দাস,কাবেরি মন্ডল,শম্পা মন্ডল মহাশয়া।
মহালয়ার পূর্ণ তিথিতে দুঃস্থ বয়স্ক ও বাচ্চাদের কে বস্ত্র বিতরণ
সোমবার,০৮/১০/২০১৮
633
বাংলা এক্সপ্রেস ---