ধর্ম আমার, উৎসব সবার, জাগো বাংলার পুজো সংখ্যা প্রকাশ করে বললেন মমতা


মঙ্গলবার,০৯/১০/২০১৮
573

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মহালয়ার পুণ্য তিথিতে প্রতি বছরের মত এবছরও প্রকাশ করা হল জাগো বাংলার পুজো সংখ্যা। নজরুল মঞ্চে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম আমার, উৎসব সবার। তিনি বলেন, সকলের আনন্দে পুজো কাটুক, সকলের নিয়ে পুজো কাটান, মানুষের পাশে থাকুন। এদিন মমতা আরও বলেন দেবীপক্ষ শুরু হয়ে গেছে, প্রতি বছর মিলিত হয়। বড় পাওনা সন্ধ্যাদি, অসীমাদি, মহালয়া যাঁদের ছাড়া চলে না- সকলের হয়ে তাঁদের প্রণাম। মিস করছি দ্বিজেনদা-কে। তিনি সবে সুস্থ হয়ে ফিরেছেন। প্রবীণ সাংবাদিক মিহির গঙ্গোপাধ্যায়কে তাঁর নিরপেক্ষ কলম, স্প্ষ্ট ভাষা,স্পষ্ট কথা বলার জন্য সম্মানিত করা হল। কুৎসা রাজনীতি না করে জাগো বাংলা করি। আমার হাতে একটা মিডিয়া আছে বলে কাউকে আনন্দ দিতে না পারি দুঃখ দেব না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট