কলকাতা: প্রতিবছরই বিশেষত্ব থাকে ৬৬-র পল্লীর দুর্গা পুজোয়। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। এবার তাঁত শিল্পকে তুলে ধরেছে এই ক্লাব। সেই সঙ্গে মৃৎ শিল্পকেও তুলে ধরেছে মন্ডপ সজ্জায়। উদ্যোক্তাদের আশা এবছরও লক্ষ লক্ষ মানুষের ভিড় জমবে তাদের পুজোমন্ডপে।
তাঁত শিল্পকে তুলে ধরেছে ৬৬-র পল্লী
মঙ্গলবার,০৯/১০/২০১৮
539

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: