ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত যুবক


মঙ্গলবার,০৯/১০/২০১৮
601

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত ৩০ বছর বয়সি এক যুবকের । জানা গেছে ৩০টি হাতির একটি দল গত কয়েক দিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তাণ্ডব চালাচ্ছে। প্রথমে শালবনীর গড়মাল অঞ্চলে, তারপর নয়াগ্রামে এবার তারা ঢুকে পড়ল সাঁকরাইল থানা এলাকায়। সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রামের মুড়াকাটি সংলগ্ন খাস জঙ্গল এলাকায় প্রায় ৩০ বছর বয়সি এক যুবককে সামনে পেয়ে হাতির দল শুঁড়ে পেঁচিয়ে তুলে আছাড় মেরে পা দিয়ে পিষে মেরে ফেলে। মৃতের নাম কানকা কিস্কু।

প্রায় ৩০টি হাতি দাঁতাল হাতি সাঁকরাইল থানার ধানঘোরি, মুড়াকাটি, খাসজঙ্গল, বনকাটি এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। তারা চারটি দলে ভাগ হয়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে তাণ্ডব শুরু করেছে। এদের দাপাদাপিতে আতঙ্কিত এলাকাবাসী। বন দফতরের যা ভূমিকা তাতে গ্রামবাসীদের উদ্বেগ ক্রমে বেড়েই চলেছে। হাতিগুলিকে কিভাবে অন্যত্র নিয়ে যাওয়া যায় তার কোনও দিশাই খুঁজে পাচ্ছে বন দফতর।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট