রাষ্ট্রীয় সেবক সংঘের ঘাটালে রুট মার্চ


মঙ্গলবার,০৯/১০/২০১৮
377

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- : ঘাটালে রুট মার্চ করল রাষ্ট্রীয় সেবক সংঘের সদস্যরা। অাজ বিকাল ৪টা নাগাদ ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠ থেকে শুরু হয় অারএসএস- এর রুট মার্চ। সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে ময়রাপুকুর মোড় অাড়গোড়া হয়ে ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ড হয়ে শেষ হয় রুট মার্চ। এই প্রথম ঘাটালে অারএসএস রুট মার্চ করল।

সংগঠনকে শক্তিশালী করাই মূল মন্ত্র এবং প্রকৃত মানুষ তৈরী করাই এই সংগঠনের মূল বার্তা বলে জানান ঘাটাল মহকুমার দায়িত্বপ্রাপ্ত অারএসএস সংগঠক ও জেলা কার্যকারিনীর সদস্য অয়ন দন্ডপাট। তিনি অারও জানান, এই সংগঠনের প্রত্যক্ষ পরোক্ষ সদস্য রয়েছে। সব মিলিয়ে ঘাটাল ব্লকে ১৫০০ জন সদস্য রয়েছে বলে জানান। অাজ শতাধিক সদস্য গণবেশ পরে রুট মার্চে অংশ নেয়। ড্রাম বাজিয়ে শহর পরিক্রমা করে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট