কলকাতা: মহাপুজো, এই উৎসব যে সবার জন্য। দুর্গা পুজোর দিন গুলিতে সবাই যাতে আনন্দে মুখরিত হতে পারে তার জন্য দুঃস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হল শাড়ি-আলতা-সিঁদুর। মহিলা তৃণমূলের অন্যতম নেত্রী নীহারিকা মুখোপাধ্যায়ের উদ্যোগে মহালয়ার দিন বাবুঘাটে উপস্থিত দুঃস্থ মহিলাদের হাতে এইসব তুলে দেওয়া হয়। নীহারিকা মুখোপাধ্যায় বলেন, লালপেড়ে শাড়ি মহিলাদের খুব পছন্দের জিনিস। ওই শাড়ি পড়ে মায়ের পুজোয় অংশ নেবেন, অঞ্জলি দেবেন। সবাই যাতে পুজোর অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেন নতুন পোশাক পড়ে সেই জন্যই এই উদ্যোগ নিয়েছেন তিনি।
পুজোর আনন্দের শরিক করতে দুঃস্থ মহিলাদের হাতে শাড়ি-আলতা-সিঁদুর
মঙ্গলবার,০৯/১০/২০১৮
695

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: