হরিণঘাটায় ৩৫১ একর জমি ফ্লিপকার্টকে লজিস্টিক হাব গড়ার জন্য দিচ্ছে রাজ্য সরকার


বুধবার,১০/১০/২০১৮
5822

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাজ্যে বড় কর্মসংস্থানের সুযোগ আসছে। লজিস্টিক হাব গড়বে ফ্লিপকার্ট সংস্থা। এর জন্য হরিণঘাটায় জমি দেওয়া হচ্ছে ওই সংস্থাকে। বুধবার নবান্নে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

নদীয়ার হরিণঘাটায় লজিস্টিক হাব তৈরি করতে চলেছে ফ্লিপকার্ট। এই লজিস্টিক হাব তৈরি করার জন্য ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করছে রাজ্য সরকার। হরিণঘাটায় 358 একর জমির মধ্যে 100 একর জমি দেওয়া হচ্ছে ওই সংস্থাকে। প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে এই হাব তৈরি করবে ওই সংস্থা।

যেখানে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে 18310 জন মানুষের। ছ মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশাবাদী রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

একাধিক জায়গা দেখার পর হরিণঘাটা কে চিহ্নিত করেছে সংস্থা। বর্তমান বাজারমূল্য ধরে 63.49 লক্ষ টাকায় প্রতি একর জমি দেবে রাজ্য।

রাজ্য সরকার আশাবাদী ফ্লিপকার্টের এই লজিস্টিক হাব এর সৌজন্যে আগামী দিনে আরো একাধিক প্রকল্প চালু হবে হরিণঘাটায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট