প্রতিদিনের ব্যাস্ত জীবনে আমাদের রোজনামচার প্রতিটা পদক্ষেপে পথের ধারে যে সকল শিশুগুলিকে আমরা দেখতে পাই তাদের সাহাজ্য করতে এগিয়ে আসল কয়েকটি চেনা মুখ। মহালয়ার শুভ সকালে এই সকল পথ শিশুদের নতুন বস্ত্র বিতরণ করল প্রিয়াঙ্কা, মধুরিমা পাল এর মত মেয়েরা।পথের ধারে দাঁড়িয়ে থাকা এই সকল মুখ গুলো দেখে আমরা কজন বা এগিয়ে জাই,আমরা কয়জন বা বুঝতে পারি তাদের সুখ দুঃখ।
এই শারদ উৎসব এ তাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নিল প্রিয়াঙ্কা, মধুরিমারা।পুজোর মুখে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে,তারা আজ সত্যিই আপ্লুত।জাদের কাছে পুজো মানে রঙের বাহার,জাদের কাছে মাথার ছাদ মানে খোলা আকাশ।তাদের এই শারদ উৎসবে দু চোখে অনাবিল আনন্দ এনে দিতে পেরে তারা আজ খুশি।এই ভাবে পথ শিশুদের মুখে হাসি ফোটাতে যদি এইভাবে প্রিয়াঙ্কা ও মধুরিমার মত অনেকে এগিয়ে আসে তাহলে এই শারদ উৎসবে আরো রঙীন হয়ে উঠবে,হয়ে উঠবে প্রানোজ্জ্বল।