নারায়ণগড় ব্লক এ সাড়ম্বরে বর্ষপূর্তি পালন করল স্বপ্ননীড় কর্মতীর্থ কমিটি


বুধবার,১০/১০/২০১৮
587

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- নারায়ণগড় ব্লক এ সাড়ম্বরে বর্ষপূর্তি পালন করল স্বপ্ননীড় কর্মতীর্থ কমিটি।সাফল্যের সঙ্গে একটা বছর পার করে অনুষ্ঠান সহকারে পালন করল বর্ষপূর্তি অনুষ্ঠান।সকালে প্রভাতফেরির মাধ্যমে সুচনা হয় এই দিনের এই বর্ষপূর্তি অনুষ্ঠানের।পরবর্তী পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্বপ্ননীড় কর্মতীর্থে।ফিতে কাটা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই পর্যায়ের অনুষ্ঠানের।উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিনহা মহাপাত্র,নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্বপ্ননীড় কর্মতীর্থের চেয়ারম্যান নমিতা সিং,পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাধাকান্ত দাঁ,কর্মতীর্থের ভাইস চেয়ারম্যান রঞ্জিত পাল,তৈমুর আলি সহ প্রমুখ ব্যক্তিত্ব।উপস্থিত সকলে কর্মতীর্থের উন্নতি ও ব্যবসায়ী দের সামগ্রিক উন্নয়ন এর প্রসঙ্গ আলোচনা করেন।পাশাপাশি এদিন কর্মতীর্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন স্বপ্ননীড় কর্তৃপক্ষ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট