পশ্চিম মেদিনীপুরে ছিনতাই করতে গিয়ে পাকড়াও যুবক, গণধোলাই স্থানীয়দের


বুধবার,১০/১০/২০১৮
504

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- টাকা ছিনতাই করতে গিয়ে পাকড়াও যুবক,গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয়রা। বর্তমানে ছিনতাইকারী যুবক চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশি নিরাপত্তায়। ঘটনাটি ঘটে চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ড গাছশীতলাতে স্টেট ব্যাঙ্কের সামনে। জানাযায়,চন্দ্রকোনার রাধাবল্লভপুরের বাসিন্দা গীতানাথ ঘোষ ওই ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা তুলে বাইকের টুলবক্সে রেখে ব্যাঙ্ক থেকে একটু দুরেই পান দোকানে বাইক রেখে পান কিনছিলেন। ধৃত ছিনতাইকারী খড়গপুরের যুবক কানাইয়া কুমার সেসময় টুলবক্স ভেঙ্গে টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে বুঝতে পেরে টাকার মালিক গীতানাথ ঘোষ পেছনে ধাওয়া করলে ছিনতাইকারী ড্রেনে পড়ে গেলে তাকে ধরে ফেলে। ঘটনা বুঝতে পেরে স্থানীয়রা ছিনতাইকারীকে ধরে গনধোলাই দেয়।পরে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে,পুলিশ ওই যুবককে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন টাকার মালিক গীতানাথ ঘোষ। ফেরৎ পেয়েছেন ছিনতাই হওয়া টাকাও। দিনে দুপুরে শহরের প্রানকেন্দ্রে এরকম ঘটনায় রীতিমতো স্তম্ভিত এলাকার মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট