ইসলামপুর পুরসভা এলাকার খুদিরামপল্লি ও ইসলামপুর থানা মোড় এলাকায় পৃথক দুইটি ঘটনায় দুষ্কৃতীদের আক্রমনের দুই জন কিশোর গুরুতর জখম হয়েছে। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানাগেছে দুই জনের শরীরে একাধিক ধারালো অস্ত্রের জখম আছে। পুলিস সূত্রে জানাগিয়েছে রাত সাড়ে ৮ টা নাগাদ শহরের খুদিরামপল্লি এলাকায় দুষ্কৃতীরা এক যুবককে ধারালো অস্ত্রদিয়ে জখম করেছে। তার নাম অাকিল হুসেন, ইরানিবস্তির বাসীন্দা। ৯ টা নাগদ চৌরঙ্গি মোড়ে এক কিশোরকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জখম করে। তার নাম কিরন গুপ্ত, শান্তিনগর এলাকার বাসীন্দা। খুদিরামপল্লি হাইস্কুলের ক্লাস ১২ এর ছাত্র।পুজোর আগে শহরে একই রাতে এই দুইটি ঘটনায় বাসীন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুইটি ঘটনায় কোন যোগ আছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।পুলিস জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ইসলামপুর পুরসভা এলাকার খুদিরামপল্লি ও ইসলামপুর থানা মোড় এলাকায় পৃথক দুইটি ঘটনা
বুধবার,১০/১০/২০১৮
696