পশ্চিম মেদিনীপুর : সাত সকালে মৃতদেহ উদ্ধার মেদিনীপুর কোর্ট চত্বর থেকে। জানা গেছে মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের কর্মী রবীন্দ্রনাথ বেরার(৭২) মৃতদেহ এদিন সকালে পড়ে থাকে মেদিনীপুর আদালতের সিজিএম এজলাসের একদম সামনে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।
দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মেদিনীপুর জেলা আদালত চত্বরে
বৃহস্পতিবার,১১/১০/২০১৮
507
বাংলা এক্সপ্রেস ---