ছত্তিশগড়ে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষিত হলেন এক আদিবাসী যুবক। অন্যান্য রাজনৈতিক দলকে টেক্কা দিয়ে প্রার্থী বাছাইয়ে টেক্কা দিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল। আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম আদিবাসী সম্প্রদায়ের ৩৭ বছর বয়স্ক যুবক শ্রী কমল উপেন্ডি। আপ নেতাদের বক্তব্য, এই দলে উপর থেকে নেতা আসে না, নীচে থেকে নেতা তৈরী হয়।
ছত্তিশগড়ে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আদাবাসী যুবক
বৃহস্পতিবার,১১/১০/২০১৮
420

বাংলা এক্সপ্রেস ---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: