পুজোয় শ্যুটিংয়ের ব্যস্ততা, সোনু দাসের নতুন ছবি “ছোট মুখে বড় কথা”


বৃহস্পতিবার,১১/১০/২০১৮
634

বাংলা এক্সপ্রেস ---

কলকাতা: আই লভ ইউ টু খ্যাত সিনেমার নায়িকা সোনু দাস এখন ব্যস্ত তাঁর নতুন ছবি “ছোট মুখে বড় কথা” শ্যুটিংয়ে। আবার পুজোর মধ্যে রয়েছে একাধি প্রোগ্রাম। পুজো মানেই নতুন ড্রেস। রুপালী পর্দার নায়িকা হলে তো আর কথায় নেই। চিত্রপরিচালক ও অভিনেত্রী সোনু দাস পুজোর সপ্তমী থেকে দশমী সব কটা দিনের জন্যই বাছাই করা ড্রেস কিনেও নিয়েছেন। কিন্তু এখনও প্লান করে উঠতে পারেন নি কি করবেন ওই চারটে দিন। এখন শ্যুটিংয়ে ব্যস্ত কলকাতার বাইরে। পুজোর ফ্যাশান নিয়ে মোবাইলে জানতে চাইলাম। সোনু জানাল, ইচ্ছে তো আছে চার দিনে চার রকম ড্রেস পড়ব। তার মধ্যে শাড়িও থাকবে। অষ্টমীর অঞ্জলিতে একটা স্পেশাল ড্রেস পড়ব। সঙ্গে অবশ্যই সামঞ্জস্য পূর্ণ গয়নাও থাকবে। তবে ছবির ব্যস্ততার কারনে পুজোয় কতটা সময় বের করতে পারা যাবে তা নিয়ে সংশয় থাকছেই। তবে যেটুকু সময় পাব পুজোটাকে উপভোগ করব। কারন মহাপুজো বলে কথা। কয়েক জায়গায় পুরস্কার ডিস্ট্রিবিউশনেও যেতে হবে।
নতুন ছবি “ছোট মুখে বড় কথা”র মধ্য দিয়ে সমাজে বিশেষ মেসেজ দিতে চেয়েছেন সোনু। গল্প ও চিত্রনাট্য তাঁরই। অভিনয়ও করছেন চুটিয়ে। জানালেন, আমরা বড়রা অনেক সময়ই ভুল করি, আর সেই ভুলের প্রভাব পড়ে ছোটদের ওপর। তেমন কিছু কিছু ঘটনা উঠে এসেছে এই নতুন ছবিতে

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট