শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলে ও থিম পূজোর ছড়াছড়ি


বৃহস্পতিবার,১১/১০/২০১৮
424

বাংলা এক্সপ্রেস ---

ঝাড়গ্রাম:- – গোপীবল্লভপুরের থিম পূজোয় এবার থিমের ছড়াছড়ি। গোপীবল্লভপুর ১নং ব্লকের পূজো উদ্যোক্তারা কোমর বেঁধে নেমে পড়েছেন পূজো প্রস্তুতির কাজে। কোথাও হচ্ছে পর্বত ধাম, কোথাও হচ্ছে বন্যা কবলিত কেরল এর একাংশ, কোথাও আবার স্বর্ন মন্দির এর আদলে তৈরি হচ্ছে পূজো মন্ডপ। গোপীবল্লভপুরের থানা সার্বজনীন এর ৭৫ তম বর্ষে দর্শকদের মন জয় করতে থিমের ভাবনায় ‘পর্বত ধাম’। বাঁশ, মাটি, চুন, পাথর দিয়ে চলছে মন্ডপ সজ্জার কাজ। পূজো কমিটির সদস্যরা জানান মহালয়া থেকে একাদশী দিন পর্যন্ত প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং থাকছে চন্দন নগরের আলোকসজ্জা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট