পশ্চিম মেদিনীপুর:– কলকাতার বাগরি মার্কেট ও কলকাতা মেডিকেল কলেজের একাংশ কিছুদিন আগে আগুন লেগে ভস্মীভূত হয়। তারই জেরে নড়েচড়ে বসে পশ্চিম মেদিনীপুর দমকল বিভাগ। যাতে এরকম আগুন লাগার ঘটনা কোথাও না ঘটে, বা আগুন লাগলে কি করতে হবে মূলত সেই সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হয় আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের সমস্ত কর্মীদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আগুন লাগলে আপাতকালীন অবস্থায় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ মেদিনীপুর মেডিকেলে
বৃহস্পতিবার,১১/১০/২০১৮
506

বাংলা এক্সপ্রেস ---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: