নিষিদ্ধ বাজি উদ্ধার করল ঘাটাল থানা


বৃহস্পতিবার,১১/১০/২০১৮
668

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- ঘাটাল থানা উদ্ধার করল নিষিদ্ধ বাজি। দুদিন অাগে ঘাটাল থানা বেশ কিছু শব্দ বাজি উদ্ধার করে তল্লাশি চালিয়ে। কয়েকমাস অাগেই ঘাটালের অাড়গোড়ায় বেঅাইনি শব্দ বাজি কারখানায় অাগুন লেগে বিস্ফোরনের ঘটনা ঘটেছিল। এই ঘটবায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ঘটেছিল এক যুবকের। তারপর রাতারাতি পুলিশ অভিযানে নেমে অাটক করে অাতস বাজি শব্দ বাজি। অনেক দোকানদার রাতারাতি বাজি সরিয়ে দেয়। প্রায় দোকানই অবৈধ ভাবে বাজি বিক্রি করে। প্রশাসনের হেলদোল নেই, অভিযোগ মাসোহারা পেয়ে গেলে চুপ। পূজো অাসতেই অাবার অবৈধ ভাবে বাজি বিক্রির জন্য পসরা নিয়ে হাজির দোকানদাররা

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট