বজবজ নিউ সেন্ট্রাল জুট মিল পুনরুজ্জীবনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সুজন চক্রবর্তী


শুক্রবার,১২/১০/২০১৮
856

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: পুজোর মুখে রাজ্যে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।বজবজের নিউ সেন্ট্রাল জুট মিল রাজ্য সরকার অধিগ্রহন করার আশ্বাস দিলেও কথা রাখেনি বলে অভিযোগ তাঁর। এই কারখানার পুনরুজ্জীবনের দাবি জানিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি। এদিন সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী পাইকেরি হারে পুজোর উদ্বোধন করে চলেছেন। বিদেশ ঘুরে এলেন। কিন্তু নতুন কোন কারখানা উদ্বোধনের গল্প নেই।

পুজোর মুখে এইসব কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিকের পরিবার চরম দুর্দাশার সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করেছেন বাম পরিষদীয় দলনেতা। তিনি বলেন বামফ্রন্টের শাসনকালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকা কালীন বজবজ নিউ সেন্ট্রাল জুট মিলে অচলাবস্থা দেখা দিলে সেখানে সমবায় গড়ে ওঠে। সরকার সব ধরনের সহযোগিতা করেছিল কারখানা চালু রাখতে। আর এখন কারখানা বন্ধ হয়ে গেলেও কোন হেলদোল নেই সরকারের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট