চালতাবাগান দুর্গোৎসবের সূচনা ঢাক উৎসবের মধ্য দিয়ে, হাজির “ব্যোমকেশ গোত্র” কলাকুশলীরা


শুক্রবার,১২/১০/২০১৮
1216

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: প্রতিবছরের মত এবছরও ঢাকে কাঠি পড়ে সূচনা হল চালতাবাগান দুর্গোৎসবের।অার এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। আবির চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, অরিন্দম শীল, বিক্রম ঘোষ, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ। বলা যায় অরিন্দমের নতুন ছবি “ব্যোমকেশ গোত্র”র প্রায় সব চরিত্ররাই হাজির ছিলেন চালতাবাগান পুজোমন্ডপে। রুপালী পর্দার এইসব তারকাদের ঘিরে রঙিন হয়ে ওঠে উদ্বোধন পর্ব। ঢাকের উৎসব প্রতিবছরই অন্যমাত্রা যোগ করে উত্তর কলকাতার এই নামী পুজো প্রাঙ্গনকে।

তারকারাও ঢাকের কাঠি হাতে তুলে নিয়ে ছিলেন। ঢাকের তালে মায়ের আগমনীতে চালতাবাগান একাত্ম হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টি ও তাঁর জীবন কর্ম এবছর চালতাবাগানের মন্ডপ সজ্জায় ফুটে উঠেছে। উৎসবের দিনগুলিতে এখানে শুধুই রবি-কবি। উদ্যোক্তাদের আশা তাঁদের এই সৃষ্টিশীলতা লক্ষ লক্ষ দর্শনার্থীরর হৃদয় জয় বরবে।

https://youtu.be/N05hFCqXJ1g

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট