পাটকাঠির অপরূপ নকশায় নজর কাড়ছে বীজপুরের পল্লী উন্নয়ন সমিতি


শুক্রবার,১২/১০/২০১৮
601

অঙ্কুর আচার্য্য---

পাটকাঠির অপরূপ নকশায় নজর কাড়ছে বীজপুরের পল্লী উন্নয়ন সমিতি ৷ একদম অভিনব ভাবনায় তাক লাগিয়ে দিল কাচরাপাড়ার এই ঐতিহ্যবাহী ক্লাব ৷ সম্পূর্ণ মণ্ডপটাই তৈরী হয়েছে শীতলকুচি ও পাটকাঠি দিয়ে৷ কর্মকতাদের কথায় প্রতিবছরই অভিনব কায়দায় আমরা কাজ করে থাকি এবং মানুষের মন খুশি করতে পারি ৷ মহালয়ার পর থেকেই লোকজনের আনাগোনা শুরু হয়ে যায় ৷ এবার ভীর আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে ৷৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট