দাবার বোড়ে কেউ উঠছে, কেউ নামছে, বুড়ো শিবতলায় মানবিক বার্তা


রবিবার,১৪/১০/২০১৮
1004

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: দাবার বোড়ে। ইচ্ছে মত খেলানো হচ্ছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সাম্প্রদায়িক বিচ্ছেদ চলছে। হানাহানি, সম্প্রদায়ে সম্প্রদায়ে হিংসার উস্কানি চলছে। এর বিরুদ্ধে জেহাদ ঘোষনা করছে বেহালা বুড়ো শিবতলা জনকল্যান সমিতি। তাদের পুজো মন্ডপে সম্প্রীতির ছোঁওয়া। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে গলা মিলিয়ে বক্তব্য, ধর্ম যার যার, উৎসব সবার। আর সবশেষে ফুলের সমারোহ। বিষাদ কাটিয়ে সাম্প্রদায়িকতা ভেদ করে ফুলের সমাহার। উদ্যোক্তাদের আশা তাঁদের মন্ডপে এসে মানুষ কিছু নিয়ে ফিরবেন।

https://youtu.be/UyMkslnTA44

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট