নতুন রঙে রাঙাচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলার দুর্গাবাড়ি


রবিবার,১৪/১০/২০১৮
375

প্রসেনজিৎ দাস---

আগরতলা, ত্রিপুরা: নতুন রঙে রাঙাচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলার দুর্গাবাড়ি। এতদিন ধরে ত্রিপুরা ও বহিঃরাজ্যের দর্শনার্থীরা সাদা রঙের দুর্গাবাড়ি দেখে আসছিলেন  । কিন্তু এবার আর সাদা নয় পর্যটকরা দেখবেন গেরুয়া রঙের দুর্গাবাড়ি।

ত্রিপুরার মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য যখন দুর্গাবাড়ি স্থাপন করেছিলেন সেই সময় দুর্গাবাড়ির রঙ ছিলো সাদা এমনটাই প্রচলিত রয়েছে । মহারাজার আমল থেকে এতদিন পর্যন্ত দুর্গাবাড়ির রঙ সেই একই ছিলো । কিন্তু এবার নতুন রূপে আসছে রাজধানীর দুর্গাবাড়ি। প্রতি বছরের মত এবছরও মহা ধূমধামের সাথে দুর্গাবাড়িতে পালিত হবে দুর্গাপুজো। পুজোর আগে সেজে উঠেছে দুর্গাবাড়ি । রঙের প্রলেপ পড়েছে সেখানে । কিন্তু এবার আর সাদা নয় গেরুয়া রঙেই সাজছে একশ বছরের পুরোনো স্থাপত্য। জনগনের মনে প্রশ্ন উঠতে  শুরু করেছে  , ত্রিপুরায় বিজেপি সরকার আসাতেই কি এই গেরুয়া রং লাগানো হল।  এই বার কি ঠাকুর মন্দির ও বাজবে না বিজেপির জঘন্য রাজনীতির হাত থেকে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট