ঝাড়গ্রামের ঘাড়ধরা সর্বজনীন দুর্গাপূজা কমিটির থিম বিবিধের মাঝে দেখ মিলন মহান


রবিবার,১৪/১০/২০১৮
715

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- নানা ভাষা নানা মত নানা পরিধান। বিবিধের মাঝে দেখ মিলন মহান। এই থিমকে তুলে ধরছে ঝাড়গ্রাম শহরের ঘাড়ধরা সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এবার এই পুজা কমিটি তাদের ৫৩ তম বর্ষে প্রায় ছয় লক্ষ টাকা বাজেটে তাদের থিমকে সার্থকভাবে রূপ দিতে নানা ধর্মের মানুষের কম পক্ষে পঁচিশ থেকে ত্রিশ টি মডেল তৈরিকরা হচ্ছে। মাদুর আর হােগলা পাতা,বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছে।প্যান্ডেলের ভিতর এবং বাইরের দেওয়ালে থাকছে দেশের বিভিন্ন ধর্মেরমানুষের মডেল। প্রবেশ দ্বারে গৌতম। বৌদ্ধ মূর্তি বেশ চিত্তাকর্ষক। মূর্তির সামনে থেকে অস্ত্র। অর্থাৎ গৌতম বুদ্ধের কাছে সবাই অস্ত্র সংবরণ করে। এই ভাবনা টিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট