দুর্গোৎসবে মদ্যপান বর্জনের আহ্বান জানালেন সাংসদ ইদ্রিশ আলি


রবিবার,১৪/১০/২০১৮
532

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: দুর্গা পুজোর উৎসবে মেতে উঠেছে মহানগরী। এই উৎসবের দিনগুলি যাতে শান্তিপূর্ণ ভাবে কাটে, কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে কড়া নজর রয়েছে রাজ্য প্রশাসনের। অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে আবেদন জানানো হয়েছে, আনন্দময় এই উৎসবে মাতোয়ারা হয়ে উঠুন। পুজো নিয়ে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের পক্ষ থেকে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। ফোরামের চেয়ারম্যান তথা বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি বলেন, আমরা চাই দুর্গাপুজো সহ কালী পুজো, নবী দিবস, ছট পুজো, গুরু নানকের জন্মদিন, ছট পুজো সহ সমস্ত উৎসব পালিত হোক বাংলার ঐতিহ্য মেনে। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার তা বাংলার মানুষই স্বার্থক রূপ দিতে পারে।

এই উৎসবে মদ্যপান বর্জন করার ডাক দিলেন তৃণমূলের এই সাংসদ। পুলিশের কাছে তাঁর আবেদন, মদ্যপান করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যাবস্থা নেওয়ার। এদিনের আলোচনা সভায় স্বামী উত্তমানন্দ মহারাজ, নাখোদা মসজিদের ইমাম মৌলানা ক্বারী সফিক কাশমী,ডঃ অরুন জ্যোতি ভিক্ষু, ইমাম মহঃ ইয়াহিয়া, বলজিৎ সিং, মনি কুমার মহারাজ, বিশপ অগাস্টিন প্রমুখ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন এম এ আলি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট