পুজোর ৩ দিন আকাশ ভ্রমণ হেলিকপ্টারে


সোমবার,১৫/১০/২০১৮
767

প্রসেনজিৎ দাস---

আগরতলা: অন্যান্য বছরের মতাে এবারও দুর্গাপুজোর তিনদিন আগরতলার আকাশে বারবার হেলিকপ্টার চক্কর কাটবে। টি আর টি সির উদ্যোগে পুজোয় হেলিকপ্টার পরিষেবা দেওয়া হবে। হেলিকপ্টারে পরিভ্রমণের মাধ্যমে শহর ও শহরতলির বিশিষ্ট স্থানগুলি দর্শন করানাে হবে। তবে পুজোর চারদিনের মধ্যে তিনদিন হেলিকপ্টাৱে পরিভ্রমণ করার সুযােগ মিলবে। সপ্তমী, নবমী ও দশমী পুজোর দিন অর্থাৎ ১৬, ১৮ এবং ১৯ অক্টোবর এই তিনদিন হেলিকপ্টারে চড়ে আগরতলার আকাশ পরিভ্রমণ করা যাবে। প্রতিবার ২০ থেকে ২৫ মিনিট সময় ধরে হেলিকপ্টার আকাশে চক্কর কাটৰে। হেলিকপ্টারে আকাশ ভ্রমণে ভাড়া পড়বে ১২ বছর পন্থি ১৫০o টাকা। ১২ বছরের উপর ও পূর্ণবয়স্কদের জন্য ১৭০০ টাকা।

১২ বছর পর্যন্ত বাসীদের বয়সের প্রমাণপত্র দেখিয়ে টিকিট নিতে হবে। বিমানবন্দরেও তাদের বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে হবে। অল্পবয়সী ও পূর্ণবয়সী সকলকে বিমানবন্দরে টার্মিনাল ভবনে প্রবেশে আইডেনটিটি কার্ড নিয়ে যেতে হবে। হেলিকপ্টারে প্রতি ট্রিপে ৮ জন যাত্রী চড়তে পারবেন। হেলিকপ্টারে ভ্রমণের আগেরদিন টিকিট দেওয়া হবে। টি আর টি সির চেয়ারম্যান দীপক মজুমদার জানিয়েছেন, প্রতিদিন ১৬টি করে টিকিট দেওয়া হবে। টি আর টি সির কৃষ্ণনগর কাউন্টারে টিকিট দেওয়া হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকিট দেওয়া হবে বলে চেয়ারম্যান শ্রামজুমদার জানান। টিকিট দেওয়া হবে ১৫, ১৭ এবং ১৮ অক্টোবর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট