ঘরের মধ্যে বাজি বাধার সময় বিস্ফোরণে জখম ৩


সোমবার,১৫/১০/২০১৮
414

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঘরের মধ্যে বাজি বাধার সময় বোমা বিস্ফোরণে জখম ২ মহিলাসহ তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধিতপুর গ্রামে। বাজির বস্তায় আগুন লেগে যাওয়ায় পুরো বাড়িটি পুড়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামনে রাবণ পোড়া উৎসবের জন্য সাঁকরাইলের ধীতপুর গ্রামের বাসিন্দা ঘুরম সিংয়ের বাড়িতে আতশবাজি বাধা হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘুরন সিং সহ তার স্ত্রী নমিতা সিং এবং এক প্রতিবেশী জলেশ্বরী সিং আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। স্থানীয়রা জানিয়েছেন, বোমা বাধার সময় কোন কারণে আগুন লেগে যায়। প্রচণ্ড শব্দ হয় বিস্ফোরণের সময়। এরপর বাড়িতে আগুন লেগে যায়।

আহত ঘুরন সিং- জানিয়েছে, রাবণ পোড়ার জন্য তারা বাড়িতে আতশবাজি তৈরি করছিল। কোন কারণে একটি পটকা ফেটে যায় তার থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং অন্যান্য পটকা গুলোতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ।পুলিশ জানিয়েছে রাবণ পোড়া উৎসবের জন্য ঘুরন সিংয়ের বাড়িতে আতশবাজি তৈরি হচ্ছিল। সেই সময় কোন কারণে আগুন লেগে যায়। ২ মহিলাসহ তিনজন ঘটনায় জখম হয়েছে। তারা সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট