অনাথ শিশুদের দুর্গা পূজো


মঙ্গলবার,১৬/১০/২০১৮
568

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- ওদের কারো বাবা জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন,কারো মা সন্ত্রাসের কারণে নিখোঁজ,কেউ আবার জন্মের পরেই অনাথ হয়েছে। উত্তরপূর্ব ভারতের পার্বত্য এলাকার উমানজয়,বিদ্যাজয়, টেরোলদের মত জনা তিরিশ শিশু কিশোর ঝাড়গ্রামের বলরামডিহি এলাকায় মানব সেবা প্রতিষ্ঠানের আবাসিক। ওই আশ্রমে থেকে পড়াশোনা করে তারা। প্রতি বছর দুর্গা পুজোর সময় শিল্পী জয়ব্রত ঘোষের তত্ত্বাবধানে দুর্গা প্রতিমা তৈরি করে এই অনাথ শিশুরা। পুজো না হলেও আশ্রমের আবাসিকদের তৈরি দুর্গা প্রদর্শনী দেখার জন্য দর্শনার্থীদের ঢল নামে। এবার স্পঞ্জ দিয়ে প্রতিমা তৈরি হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট