পুরনো বান্ধবীদের সঙ্গে সময় কাটানো, স্পেশাল রান্না ও সাজগোজ – পুজোর দিন গুলিতে প্লান সঙ্গীত শিল্পী সঙ্গীতা ঘোষের


মঙ্গলবার,১৬/১০/২০১৮
1297

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: সঙ্গীত শিল্পী সঙ্গীতা ঘোষের এখন চরম ব্যস্ততা। পুজোয় টানা সিডিউল। তার মধ্যেও পুজোর দিনগুলিতে চুটিয়ে মজা করতে চান তিনি। এই চরম ব্যস্ততার মধ্যেও প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর সঙ্গে কথাবার্তা হল কিছুক্ষণ। কথায় কথায় জানালেন, পুজোর ক’দিন তো স্পেশাল সাজগোজ থাকবেই। সেই সঙ্গে ম্যাচিং শাড়ি। বিভিন্ন ধরনের প্রাদেশিক শাড়ি, বাজার চলতি গহনা, মেকআপ, সালোয়ার শ্যুট, লং স্কার্ট – সব ধরনের পোশাকই পড়বেন। অষ্টমীর অঞ্জলীর জন্য বিশেষ পোশাক পড়ার জন্য ভাবনা যেমন রয়েছে তেমনি বিজয়ী দশমীর জন্যও বিশেষ ভাবনা আছে বলেও জানালেন তিনি।

শুধু পোশাক বা সাজগোজই নয়, পুজোয় স্পেশাল কিছু রান্না করার প্লান রয়েছে বলেও জানালেন সঙ্গীতা ঘোষ। বিভিন্ন টিভি চ্যানেলে রান্নার অনুষ্ঠানে অংশগ্রহন করেন। বললেন, নিজে যেমন খেতে ভালবাসেন তেমনি অন্যকেও খাওয়াতে ভাল বাসেন। বললেন,অন্যকে খাওয়ানোর মধ্যে একটা আলাদা তৃপ্তি রয়েছে। বছরের অন্যন্য সময়ে ব্যস্ততার মধ্যে কাটে। বিভিন্ন প্রান্তে ছুটতে হয় ফাংশানে। পুজোর দিনগুলিতে কাজের ফাঁকে সময় বের করে পুরনো বান্ধবীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান বলে জানালেন গড়িয়ার ব্রহ্মপুরের বাসিন্দা এই সঙ্গীত শিল্পী।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট