পুজোয় নিয়মের বাইরে গিয়ে সময় কাটানোর পরিকল্পনা চিত্রশিল্পী শ্যামলী কর্মকারের


মঙ্গলবার,১৬/১০/২০১৮
584

বাংলা এক্সপ্রেস ---

কলকাতা: দুর্গাপুজো মানে বাঙালিদের কাছে এক বিরাট আয়োজন। নিজেকে একটু অন্যরকম সাজে সাজিয়ে তো তুলতেই হবে। সাজ-পোশাক-অলঙ্কার আরও কত কিছুর পরিকল্পনা অন্যদের মত আমারও রয়েছে। আর সেই মতই নিজেকে সাজিয়ে তুলছি। পুজোর ফ্যাশান নিয়ে কথা বলতে গিয়ে জানালেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্যামলী কর্মকার।

সারা বছরই ব্যাস্ততা। ব্যাস্ততা সংসার আর ছবি আঁকা নিয়ে। নিজের সংসার সামলে চিত্র প্রদর্শনী লেগেই থাকে। দেশ-বিদেশের চিত্রশিল্পীদের নিয়ে চিত্রপ্রদর্শনীর আয়োজন করতে হয়।

কিন্তু পুজোর আনন্দ যেন মাটি না হয় সে কথাও মাথায় রাখি। পুজোতে একটু অন্যরকম ভাবে আত্মীয় পরিজন নিয়ে এনজয়ের পরিকল্পনা। নিয়মের বাইরে গিয়ে সময় কাটানোরও ছক কষে রেখেছি। ভীড় ঠেলে ঠাকুর না দেখলেও সবাই একসাথা খাওয়া-দাওয়া আড্ডা থাকছেই। শ্যামলী কর্মকার আরও জানালেন, এই হুল্লোরের মধ্যেও সময় করে বসে পড়ি ছবি আঁকতে। ক্যানভাস ভরিয়ে তোলার ইচ্ছে জাগে বিভিন্ন মুহূর্তকে।
কোন দিন কোন পোশাক পড়ব আগে থেকেই প্লান করে রেখেছিলাম। সেই মত পুজোর দিনগুলিতে আনন্দের মধ্যেই কাটিয়ে দেব।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট