সুদ ছাড়াই সহজ কিস্তিতে স্যামসাং মোবাইল দিচ্ছে এস আর ইউনিকম


মঙ্গলবার,১৬/১০/২০১৮
1194

এবার পূজোয় অভাবনীয় সুযোগ নিয়ে এসেছে এসআর ইউনিকম। কোরীয় সংস্থা স্যামসাং মোবাইলের খুচরো বিক্রয় কেন্দ্র চিনিপুকুর এস আর ইউনিকম। এটা কাশিপুর থানার অন্তর্গত শানপুকুর পঞ্চায়েত আফিসের সম্মুখে।

দোকানের মালিক সফিয়ার রহমান জানান,কোন প্রকার সুদ ছাড়াই সহজ কিস্তির মাধ্যমে আমরা স্যামসাংএর সমস্ত ধরণের মোবাইল বিক্রি করছি। তিনি আরও বলেন,আমরা সেলস এর পাশাপাশি সার্ভিসও দিয়ে থাকি। এক বছর সময় সীমার মধ্যে স্যামসাং কোম্পানির মোবাইল সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দেওয়া হয়।

তাহলে এবার আপনার পূজা কাটান এসআর ইউনিকমের সাথে। আপনার বন্ধুরা যখন সেলফি তোলার আনন্দে মাতবেন শারদীয় দুর্গোৎসবে ,আপনার মন খারাপের কারণ নেই । আছে তো আপনার সাথে এসআর ইউনিকম। চলে আসুন ব্যাঙ্ক পাশবুক আর আধার কার্ড নিয়ে,আর পেয়ে জান স্বপ্নের স্যামসাং মোবাইল। আর সঙ্গে আরও থাকছে ফোর হুইলার ও টু হুইলার সহ বহু পুরস্কার জেতার সুযোগ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট