প্রিয় জনদের জন্য সলমানের জুড়ি মেলা।তার হাত ধরেই বহু মানুষের আগমন হয়েছে বলিউডে ।তবে ৫০-এর গণ্ডি পেরিয়েও তিনি আজ ও বলিউডের এলিজিবল ব্যাচেলার। তার প্রেমিকার লিস্ট যদিও লম্বা তবে বেশিদিন কোনটাই স্থায়ী থাকেনি। ঐশ্বর্য ,ক্যাটরিনার মতো একসময় নাকি লুলিয়া ভান্টুরের সঙ্গে প্রেম করছেন সলমান।বহু বছর ইন্ড্রসটি থেকে দূরে থাকার পর আবারো ফিরে আসছেন লুলিয়া ভান্টুর।জানা গেছে লিলুয়ার আপকামিং ছবির নাম ‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’। সেই পোস্টারটিই সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট করেছেন সলমন। ছবির জন্য বান্ধবীকে শুভেচ্ছাও জানিয়েছেন। ছবিতে শ্রী কৃষ্ণের ভক্তের ভূমিকায় অভিনয় করছেন লিলুয়া বলে খবর। পোস্টারেও সেই বেশেই দেখা যাচ্ছে তাঁকে। হলুদ শাড়ি ও গলায় ফুলের মালা।
সলমানের হাত ধরে আসছেন লুলিয়া
বুধবার,১৭/১০/২০১৮
1284

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: