মুখ্যমন্ত্রী সস্ত্রীক যাবেন, তাই বাতিল উৎসবে হেলিকপ্টারে আগরতলা দর্শন


বৃহস্পতিবার,১৮/১০/২০১৮
575

প্রসেনজিৎ দাস---

আগরতলা, ত্রিপুরা: সস্ত্রীক মুখ্যমন্ত্রীর উত্তর জেলা এবং উনকোটি জেলা সফর উপলক্ষ্যে বাতিল হয়ে গেল (হলিকপ্টারেআগরতলা দর্শন। মঙ্গলবার প্রথম দিন আগরতলা দর্শন হবে বলে বিজ্ঞাপন ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের জন্য বাতিল হয়ে যায়।গত ৬/৭ বছর ধরে শারদােৎসাবের চারদিন পবনহংস হেলিকপ্টার দিয়ে আগরতলা দর্শন চলছিল। টি আর টি সির এই কর্মসুচিতে বিপুল সাড়া পড়ে। এবছরও সংস্থা বিজ্ঞাপন দেয় ১৬,১৮,১৯ অক্টোবর।

হেলিকপ্টার পরিসেবা চালু থাকবে। এজন্য ১৫, ১৭, ১৮ অক্টোবর টিকিট নেওয়া হবে। ১২ বছরের উপরে ১৭০০ টাকা, নীচে ১৫০০ টাকা। মঙ্গলবার সপ্তমীর সকালে তা চালু হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব লোবের সখ হল তিনি উত্তর ও উনকোটি জেলায় যাবেন সেইমতাে পবনহংস নিয়ে উড়ে যান সস্ত্রীকমুখ্যমন্ত্রী।বাকিদিনগুলিতেও আগরতলা দর্শন হবে কিনা সন্দেহ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট