বাবুলবোনা ইয়ংকর্নারের এবারের থিম “রামকৃষ্ণ মঠ চেন্নাই”


বৃহস্পতিবার,১৮/১০/২০১৮
994

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ- বাবুলবোনা ইয়ংকর্নারের এবারের থিম “রামকৃষ্ণ মঠ চেন্নাই”। বাবুলবোনা ৩৪নং জাতীয় সড়কের পাশেই তৈরী হয়েছে এই রামকৃষ্ণ মঠ। এই মঠ দেখতে অসংখ্য দর্শনার্থী ভিড় জমান। সকলে বাইরে থেকে মন্দির উপভোগ করলেও ভেতরে প্রবেশ করে আরো বেশি আনন্দ নিতে চান। মন্দিরের সামনে ঢুকতেই বিশাল এক রামকৃষ্ণ দেবের মূর্তি বসানো রয়েছে। দর্শনার্থীরা সেখানে প্রনাম করে ভেরতে প্রবেশ করছে। বিশ্ববাংলা সেরা প্যান্ডেলের শিরোপা এখানেই দিয়েছেন। সেরা প্যান্ডেলের শিরোপা পেয়ে কমিটির উদ্যোক্তারা ভীষণ খুশি।

https://youtu.be/T49kzmDlkpc

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট