দশমীর পুজো শেষ হতেই মন্দিরে মন্দিরে চলে মহিলাদের সিন্দুর খেলা


শুক্রবার,১৯/১০/২০১৮
893

বাংলা এক্সপ্রেস---
বহরমপুরঃ-  আজ বিজয়া দশমী। এক বছরের জন্য মাকে বিদায় জানাতে হবে। সকাল থেকে ছেলে বুড়ো সকেলেরই মন ভার। টানা ৪দিন হৈহুল্লোড়ের পর শুক্রবার সকাল থেকেই শুরু দশমীর পুজো। দশমীর পুজো শেষ হতেই মন্দিরে মন্দিরে চলে মহিলাদের সিন্দুর খেলা। মন খারাপতবে কান্না চোখে তো আর মাকে বিদায় জানানো যাবে না। তাইতো মুখ রঙিন করে হাসি মুখে মাকে বিদায় জানানোর জন্যই সিঁদুর খেলা। এছাড়া হিন্দু ধর্মাবলম্বী বিবাহিত নারীদের জন্য সিঁদুর একটি গুরুতপূর্ণ অংশ। তাই মাকে বিসর্জনের আগ পর্যন্ত তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ করেননাচগান করেন। এদিন মা দূর্গাকে সিন্দুর মিষ্টি দিয়ে বরন করে নিজেদের মধ্যে একে অপরকে সিন্দুরে রাঙিয়ে দেয়। চলে মিষ্টি মুখ। সিন্দুর খেলার সাথে পাল্লা দিয়ে চলে সেলফি তোলার হিডিক।  যেন সারাটা বছর এমন আনন্দেই কাটে।
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট