কলকাতা: শুক্রবার থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। কলকাতার ১৬ টা গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন চলছে। প্রতিমা নিরঞ্জনের ফলে গঙ্গায় কোন রকম দূষণ না ছড়ায় তা নিশ্চিত করতে সব ধরনের বন্দোবস্ত করেছে কলকাতা পুরসভা। পাশাপাশি কড়া নজরদারি চালাচ্ছে পুরসভার কর্তারা। বাজে কদমতলা ঘাটে মহাদশমীর দিন মোট ৫০৮টি প্রতিমা নিরঞ্জন হয়। শনিবার নিরঞ্জন অনেকটাই কম হচ্ছে। কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার এদিন গঙ্গার ঘাট পরিদর্শনে যান। তিনি জানান, কোন ভাবে যাতে গঙ্গার জল এই নিরঞ্জনের কারনে দূষিত না হয় তা দেখা হচ্ছে। প্রতিমা জলে ডোবানোর সঙ্গে সঙ্গে ক্রেন দিয়ে তা ডাঙায় তুলে আনা হচ্ছে। পুজোর উপাচার ফেলার জন্য আলাদা জায়গা করা হয়েছে।