মা রওনা দিলেন কৈলাসে, শোভাবাজার নিষিদ্ধপল্লীতে বিষাদের সুর


শনিবার,২০/১০/২০১৮
702

বাংলা এক্সপ্রেস ---

কলকাতা: শোভাবাজার নিষিদ্ধপল্লীর দুর্গাপুজো শুরু হয়েছিল মহা ধুমধামে। বিজয়া দশমীতে বিষাদের সুরে বিদায় নিলেন মা। নিষিদ্ধপল্লী অলিতে-গলিতে বিষাদের আবহ। তারই মধ্যে আগামী বছরের জন্য আবহনী বার্তা। নিজের দুঃখ যন্ত্রণাকে চেপে রেখে সারা বছর শুধু শুধু অন্যকে খুশি করে চলা। সুখ-আল্হাদ ভুলেই গেছেন কবে। আত্মীয় পরিজনও আজ আপন নেই ওঁদের। পুজোর কটা দিন সব ভুলে মেতে ওঠেন আনন্দে।

ওঁদের পুজো আর পাঁচটা পুজোর মত প্রাচীন রীতি মেনে হয়ে আসছে গত ছয় বছর ধরে।পুজো চারটে দিন আর কোন কাজ নয়,শুধুই মা কে ঘিরে উন্মাদনা, উদ্দীপনা।শোভাবাজার নিষিদ্ধপল্লীর পুজো,গত ছয় বছর ধরে ধরে ধীরে ধীরে এগিয়ে চলছে সুনামের সঙ্গে।চারদিন পার করে মা রওনা দিলেন কৈলাস,শোভাবাজার যৌনপল্লীর পূজা মন্ডপে এখন বিষাদের সুর।তার মধ্যেও শেষ মূহুর্তে মা কে ঘিরে সিঁদুর খেলা মাতলেন সকল মহিলারা।ধুনুচি হাতে নাচও চলল,চলল মিষ্টি মুখ,আর একে ওপরকে সিঁদুর মাখিয়ে মা এর কাছে পার্থনা, আবার এস মা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট