দশমীর রাতে প্রতিবাদী যুবককে পিটিয়ে মারা হল বাঁশবেড়িয়ায়

হুগলী: ফের প্রতিবাদী যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠলো কয়েকজন দুস্কৃতির বিরুদ্ধে। দশমির রাতে এই ঘটনা ঘটেছে হুগলীর মগড়া থানা এলাকার বাঁশবেড়িয়ার ৯ নং ওয়ার্ডের সাহেব বাগান এলাকায়।  এই এলাকায় গতকাল রাত ৮ টা নাগাদ লাল বাবু (৩৫) প্রসাদ  , তার বাড়ির সামনে দেখেন কয়েকজন যুবক ও যুবতী তার বাড়ির সামনে নানা ভাবে অশ্লীল আচরন করছে।

লাল বাবুর বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা থাকায় তিনি তখন বাড়ির বাইরে এসে বিষয়টির প্রতিবাদ করেন। এর পরেই ঐ যুবকদের সাথে বচসা শুরু হয় লাল বাবুর।বচসা চলাকালীনই এলাকা থেকে চলে যায় ঐ যুবক যুবতীরা। প্রায় ২০ মিনিট পর ৫ টা বাইকে তারা ফের ঘটনাস্থলে আসে। লাল বাবুকে ঘর থেকে টেনে বেড় করে শুরু হয় এলোপাথাড়ি মার।ইঁট দিয়ে থেতলে দেওয়া হয় লাল বাবুর মাথা।

ঘটনা চলাকালীন লাল বাবুর বাড়ির সদস্যরা তা আটকাতে গেলে তাদের হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়। দশমীর বিসর্জনের সময় এই ঘটনা ঘটায় প্রতিবেশীরা এলাকায় ছিল না। ব্যাপক ভাবে মারের ফলে  ঘটনা স্থলেই লুটিয়ে পরে লাল বাবু। এর পরেই চম্পট দেয় অভিযুক্তরা। লাল বাবুকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। গোটা ঘটনায় নাম জড়িয়েছে করন মাহাতো নামে এক দুস্কৃতির। স্থানীয় সুত্রে খবর সে বিভিন্ন সমাজ বিরোধী কাজকর্মের সাথে যুক্ত রয়েছে।

গ্যান্জেস জুট মিলের কর্মী লাল বাবুর ছোট ছোট তিনটি ছেলে ও মেয়ে রয়েছে, তার মৃত্যুতে পরিবার এখন অথৈ জলে।
অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মৃতের স্ত্রী। এদিকে অভিযুক্ত করন এখনও অধরা,তার খোঁজ চালাচ্ছে মগড়া থানার পুলিশ।
এই ঘটনায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

admin

Share
Published by
admin

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

24 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

1 day ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

3 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: