ভুভুজেলা পরিবারের সহযোগিতা আইকডে


রবিবার,২১/১০/২০১৮
916

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার শ‍্যামপুর থানার গহলাপোতায় আইকডে , কলকাতা ৬১টির ১৪/১ আদর্শনগর পশ্চিমের , ভালো থাকুন ভালো রাখুন ভুভুজেলা পরিবারের আয়োজনে, আইকড আবাসিক ও এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, মহিলা ও পুরুষদ কয়েক শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। আবাসিক ও এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে বিশেষ আর্থিক সাহায্য তুলে দেয়া হয় আইকডের প্রতিষ্ঠাতা ব্রাদার গ‍্যাষ্ট দয়ানন্দ এর হাতে। ভুভুজেলা পরিবারের প্রায় ১৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। দুটি নাটক মঞ্চস্থ করা হয়। ৪র্থ বর্ষ অক্টোবর সংখ্যা ছোট দের সাময়িকী ভুভুজেলা প্রতিকা প্রকাশ করা হয়। ভুভুজেলা পরিবার দীর্ঘ ৪ বছর ধরে রাজ‍্যের বিভিন্ন স্থানে দরিদ্র, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেদের সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। এই প্রয়াস এগিয়ে নিয়ে যেতে সমাজের সক্ষম সকলের সহযোগিতা কামনা করা হয় ।

আইকডের সম্পাদীকা মমতা ময়ী মমতা গোপা ঘোষ জানান আমাদের প্রতিনিধিকে যে, আমাদের আইকডে আবাসিক ও এলাকার, আউটডোর সাহায্য ও সহযোগিতা করা হয়।এই ভূ_ভারতের প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় মানুষদের মধ্যে শিক্ষা স্বাস্থ্য সার্বিক সচেতনতার প্রসারে আমরা নিয়োজিত রয়েছি। আবাসিক কয়েক জন নাম প্রকাশে অনিচ্ছুক জানান এখানে কর্ম শিক্ষার জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় মেয়েরা,হেণ্ডমেড কাগজের,জরী, লেডিস দরজীর কাজ করে থাকে কিন্তু এখন কার ছেলে দের কর্ম শিক্ষার ব্যবস্থা করা হলে ভালো হয় এই আইকড সম্পূর্ণ দানের মাধ্যমে চলে কোন রাজ‍্য বা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই অসাধ‍্যসাধন করে যাচ্ছে প্রায় ৩৬ বিঘা বাস্তু জমিতে রবি ঠাকুরের শান্তি নিকেতনের আদলে তৈরি করা হয়েছে আইকডকে । কোন পুরষ্কারের আশায় না থেকে নিরবিচ্ছিন্ন ভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও মহিলা পুরুষ দের আবাসিক ও আউটডোর সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে। কিছু ব‍্যাক্তি বিশেষ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তাদের একান্ত সহযোগিতায় এগিয়ে যাচ্ছে আইকড।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট