নেতাজি সুভাষচন্দ্র বসু
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
বীর ,দেশপ্রেমিকের
কত অজানা তথ্য আজও সুপ্ত।
উন্মোচিত হবে কবে
প্রশ্ন জাগে মনে।
দানিয়েছে জীবন দেশের তরে
সুপ্ত রইল মৃত্যু সংবাদ টুকু।
আজও চেয়ে আছে স্বর্গ লোক থেকে
ঐ তেরেঙ্গার দিকে।
সত্য উৎঘাটন হবে
মনে গাড় বিশ্বাস ।
সময় অতিবাহিত ঘড়ির তালে তালে
প্রশ্ন জাগে মনে।
কে আছে এমন জওয়ান
কহিবে শ্লোগান
দিল্লি চলো, দিল্লি চলো
প্রকাশিত করিব আজ
নেতাজি সুভাষচন্দ্র বসুর
সমস্ত কিছু।
Auto Amazon Links: No products found.