বহরমপুরঃ বিজয়া দশমী উপলক্ষে শুক্রবার গভীর রাত্রি পর্যন্ত বহরমপুর গোরাবাজার কে এন কলেজ ঘাটে প্রতিমা বিসর্জন পর্ব চলে। বিসর্জনকে তদারকি করার জন্য প্রশাসন যথেষ্ট তৎপর ছিল। জেলা পুলিস সুপার মুকেশ কুমার সহ জেলার অন্যান্য পুলিস অফিসাররা এদিন রাতভোর ঘাটে উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন করান। পুলিস সুপার মুকেশ কুমার লঞ্চে চেপে বিসর্জনের ঘাট পরিদর্শন করেন। শান্তিপূর্ন ভাবে প্রতিমা বিসর্জন পর্ব চলে। জেলাবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন পুলিস সুপার মুকেশ কুমার।
Auto Amazon Links: No products found.