মদ এর নেশা ভয়ঙ্কর সেটা সবারই হযত জানা। তবে সাপের নেশা কেমন তা জানা আছে কি কারো। ভাবছেন হয়তো সাপের নেশা আবার কি? ভয়ঙ্কর কোবরার আদরই যদি নেশা হয় আর চুমু অভ্যেস,তাহলে? হোঁচট খেলেন তো! ভাবছেন এসব কি পড়ছেন? রাজস্থানের দুই ব্যক্তির এটাই নেশা। এবং এখানেই শেষ নয় এই মারাত্বক বিষে যেখানে মৃত্যু হওয়ার কথা সেখানে তাদের একটু ঘুম পায়,ব্যাস! ভাবা যায়? সাপের নেশা করেই তারা বেঁচে আছে। আজকের নয় গত ১৫ বছর ধরে এই নেশায় আক্রান্ত দুই যুবক। সাপের বিষ থেকে কি ধরণের নেশা হয় সেটাও জানার চেষ্টা করছেন চিকিৎসকেরা।
কোবরা কে চুমু দেওয়ার নেশা
রবিবার,২১/১০/২০১৮
545
বাংলা এক্সপ্রেস ---