রানীনগর সীমান্তে চাষীদের জমিতে যেতে বাধা দিল বিএসএফ


রবিবার,২১/১০/২০১৮
525

বাংলা এক্সপ্রেস ---

রানীনগরঃ রানীনগর সীমান্তে চাষীদের জমিতে যেতে বাধা দিল বিএসএফ এর সেনা জওয়ানরা। পাল্টা বিএসএফ ক্যাম্পের সামনে অবরোধ সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ ছত্রভঙ্গ করতে ৩ রাউন্ড শূন্যে গুলি চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের উপর লাঠিচার্জ করে সেনা জওয়ানরা বলে অভিযোগ। ভাঙচুরও চালায় জওয়ানরা বলে খবর। আক্রান্ত এক চিত্র সাংবাদিক খালিদ মুজতবাও। স্থানীয়রা জানান, রোজকার মতো শুক্রবারও এলাকার কৃষকরা নিজেদের ভোটার কার্ড জমা দিয়ে বর্ডারের ওপারের জমি চাষ করতে যাচ্ছিল। কিন্তু এদিন জমিতে চাষ করতে যেতে বাধা দেয় বিএসএফ বলে অভিযোগ। ক্ষুদ্ধ জনতা বিএসএফ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিএসএফ বিক্ষোভ তুলতে ৩ রাউন্ড শূনে গুলি চালায়। লাঠিচার্জ করে। স্থানীয়দের বাড়িঘর ভাঙচুর করে। বিএসএফ এর লাঠিচার্জে আহত হয় কয়েকজন চাষী সহ এলাকার বাসিন্দা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে রানিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নয়ন্ত্রনে আনে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট