ডোমকলঃ মোটর বাইক দুর্ঘটনায় প্রান গেলো একই পরিবারের দুজনের। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুর ১ টার সময় ডোমকল থানার কাটাকোপরা সাহাজী পাড়া এলাকায়। মৃতের নাম আরাফত সেখ (৩৫) এবং সাহেব সেখ (১৪)। বাড়িতে কাকাতো বোনের বিয়ের জন্য লোক আসার কথা ছিলো। সেই জন্য সাহেব শেখ মোটর বাইকে করে মেসো আরাফত সেখকে সাথে নিয়ে ডোমকল কাটাকোপরা বাজারের উদ্দ্যেশ্যে যায়। মাঝ রাস্তায় গাড়ির গতিবেগ বেশী থাকায় নিয়ন্ত্রন হারিয়ে ইলেক্ট্রিক খুটির সাথে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে দুই বাইক আরোহী। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই মারা যায় দুজনেই। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমকল থানার পুলিশ। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মোটর বাইক দুর্ঘটনায় প্রান গেলো একই পরিবারের দুজনের
রবিবার,২১/১০/২০১৮
332

বাংলা এক্সপ্রেস ---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: