টেস্টে পর্যুদস্ত হওয়ার পর একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই উইন্ডিজের


রবিবার,২১/১০/২০১৮
557

বাংলা এক্সপ্রেস ---

গুয়াহাটি: চলতি সফরে টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার পর আজ গুয়াহাটিতে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছে ক্যারিবীয় ব্রিগেড। ভারতের কাছে টসে হেরে ব্যাট করতে নামে তারা।

উইন্ডিজদের পক্ষে ওপেন করতে নামেন কিরন পাওয়েল এবং চন্দ্রপাল হেমরাজ। টেস্ট ব্যর্থতাকে ভুলে গিয়ে ব্যাটিংয়ে ঝড় তুলতে থাকেন পাওয়েল। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে দলীয় ১৯ রানে তাদের প্রথম উইকেটের পতন হয়। ভারতীয় পেশার মহম্মদ শামির বলে সরাসরি বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন হেমরাজ।

তাও চলতে থাকে পাওয়েল ঝড়। শেষ অবধি ৩৯ বলে ৫১ রান করে উদীয়মান পেশার খলিল আহমেদের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন পাওয়েল। ১৪.৫ ওভারে দলীয় রান তখন ৮৬। ১৩০.৮ স্টাইক রেটে ২ ছক্কা ও চার বাইন্ডারিতে তিনি ৫১ রানের ঝকঝকে ইনিংসটি খেলেন।

প্রতিবেদন লেখা অবধি ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে উইন্ডিজের রান সংখ্যা ১৫০। ৩ ছয় ও ২ টি চারের বিনিময় ৩৬ বলে ৪৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন সিমরন হেটমার। অপর অপরাজিত ব্যাটসম্যান হলেন রোভিম্যান পাওয়েল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট