সিমরন হোয়াটমোরের ঝোড় শতকে ৩২২ রানের চ্যালেঞ্জিং স্কোর উইন্ডিজের


রবিবার,২১/১০/২০১৮
837

বাংলা এক্সপ্রেস---

গুয়াহাটি: ভারতের বিরুদ্ধে গুয়াহাটিতে চলতি সিরিজের প্রথম একদিনের ম্যাচে ছন্দ ফিরে পেল উইন্ডিজ।সিমরন হোয়াটমোরের ঝোড় শকক ও কিরন পাওয়েলের দ্রুত অর্ধশতকের ডানায় ভর করে ক্যারিবিয়রা ৩২২ রানের চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে।৫০ ওভারে আট উইকেট হারিয়ে তারা এ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

হোয়াটমোর মাত্র ৭৮ বল খেলে করেন ১০৬ রান।এটি তার তৃতীয় সেন্চুরি।পাওয়েল করেন ৩৯ বলে ৫১ রান।তার এটা নবম অর্ধশতক।এছাড়া উইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার করেন ৩৮ রান,সি হোপ ৩২ ও রভিম্যান পাওয়েল ২২। দেবেন্দ বিশু ও কেমার রোচ যথাক্রমে ২২ এবং ২৬ রান করে অপরাজিত থাকেন।এদের মধ্যে ৪০ বলে ৪৪ রানের কার্যকরি পার্টনারশীপ গড়ে ওঠে।

টিম ইন্ডিয়ার হয়ে জুযবেন্দ্র চাহল ১০ ওভারে ৪১ রান দিয়ে সর্বাধিক ৩ উইকেট নেন।মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা ১০ ওভার করে হাত ঘুরিয়ে ২ টি করে উইকেট তুলে নেন।শামি খরচ করেন ৮১ রান।জাদেজা দেন ৬৬ রান।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট