সিআরপিএফ-এর ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের সদর কার্যালয়ে বীর শহীদদের জানানো হল শ্রদ্ধা


সোমবার,২২/১০/২০১৮
372

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে সিআরপিএফ-এর ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের সদর কার্যালয়ে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্ট আনন্দ ঝা ৪১৯জন শহিদদের নাম পড়েন যাঁরা গত ২০১৭ সালের ১লা সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩১শে আগস্ট পর্যন্ত দেশের জন্য নিজের জীবন দিয়েছেন। এদিন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

প্রথা মেনে সিআরপিএফ তাদের শদ্ধা জ্ঞাপন করে। সারা দেশেই আজ সাহসী সেই পুলিশ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সেদিনের সেই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সালটা ১৯৫৯ সালের ২১শে অক্টোবর। খবর আসে লাদাখের বরফে আচ্ছাদিত ভেলোরের সাগা এলাকায় উষ্ণ প্রষ্ণবনের ভিতর শত্রুরা আত্মগোপন করে আছে।

সিআরপিএফের ২০জন জওয়ান চটজলদি সেখানে রওনা দেন। তারা যখন সেখানে তল্লাশি চাল্লাচ্ছে ঠিক সেই সময় বিপুল সংখ্যক চিনা সৈন্যরা অতর্কিতে তাদের উপর আক্রমণ করে। এমন ভয়াবহ ছিল সেই আক্রমণ যে প্রতিরোধ করার সময় পর্যন্ত পাননি আমাদের বীর জওয়ানরা। প্রতিরোধের আগেই মাতৃভূমিতে লুটিয়ে পড়েছিলেন ১০জন তরতাজা যুবক। যারা দেশ রক্ষার ব্রত নিয়ে জীবনকে বাজি রেখে পুলিশের উর্দি গায়ে চড়িয়েছিলেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট